ভিভো ভি২৭ প্রো। ছবি : সংগৃহীত
সম্প্রতি ভারতে উন্মুক্ত হয়েছে ভিভোর সর্বশেষ ‘ভি২৭ প্রো’ স্মার্টফোন।
ফুলএইচডি ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লের এ ফোনটিতে প্রসেসর হিসেবে যুক্ত করা হয়েছে ৪
ন্যানোমিটারের মিডিয়াটেকের প্রসেসর ‘ডাইমেনসিটি
৮২০০’। জিপিউ হিসেবে
যুক্ত রয়েছে মালি জি-৬১০ এমসি৬।
স্মার্টফোনটিতে থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট ও ৩.৫ মিমি হেডফোন
জ্যাক। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২
জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ, এ তিন ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে ফোনটি।
এর মূল ক্যামেরাটি ট্রিপল লেন্স সেটআপের। মূল লেন্সটি ১.৯ অ্যাপার্চারের
৫০ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এ ছাড়া আরও রয়েছে ২.২ অ্যাপার্চারের ৮ মেগাপিক্সেলের
আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২.৪ অ্যাপার্চারের ২ মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স।
৩০/৬০ এফপিএসে ৪কে ভিডিও রেকর্ডিং সমর্থন করে। এ ছাড়া এতে যুক্ত রয়েছে ৫০ মেগাপিক্সেলের
সেলফি ক্যামেরা।
৪৬০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে রয়েছে ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টর। ফোনটির ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ১৯ মিনিট ও ৭২ শতাংশ হতে লাগবে মাত্র ৩০ মিনিট।
সূত্র : গ্যাজেটস ৩৬০
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.