× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোর মুখ কি দেখবে ‘গ্যালাক্সি এস২৩ এফই’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৬:১৬ পিএম

গত বছর গ্যালাক্সি এস২২ আলট্রার প্রোডাকশন বাড়াতে গিয়ে এস২২ ফ্যান সিরিজ রিলিজই করেনি। ছবি : স্যামসাং

গত বছর গ্যালাক্সি এস২২ আলট্রার প্রোডাকশন বাড়াতে গিয়ে এস২২ ফ্যান সিরিজ রিলিজই করেনি। ছবি : স্যামসাং

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং জানুয়ারিতেই নিয়ে এসেছে স্মার্টফোনের ফ্ল্যাগশিপ সিরিজ এস২৩-এর তিনটি ফোন গ্যালাক্সি এস২৩, গ্যালাক্সি এস২৩ প্লাস, গ্যালাক্সি এস২৩ আল্ট্রা। তবে প্রত্যেকটি ফোনের দামই আকাশ ছোঁয়া। সীমিত আয়ের স্যামসাং ভক্তরা অপেক্ষায় আছেন অপেক্ষাকৃত কম দামের ফ্যান এডিশনের।

এবার সিসা জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্যামসাং চলতি বছরের চতুর্থ প্রান্তিকে গ্যালাক্সি এস২৩ এফই বাজারে নিয়ে আসার জন্য কাজ করছে। তৃতীয় প্রান্তিকেই এস২৩-এর ফ্যান এডিশনের ব্যাপক উৎপাদনে যাবে কোম্পানিটি।

এর আগে এস২৩ এফই এ বছর উন্মুক্ত হওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছিলেন নির্ভরযোগ্য টিপস্টার (গোপন খবর প্রকাশকারী) রোল্যান্ড কোয়ান্ডট। তিনি জানিয়েছিলেন, এ বছর গ্যালাক্সি এস২৩ এফই উন্মুক্ত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এমনকি স্যামসাং খুব সম্ভব এস২২ এফইএর মতো এস২৩ এফইকেও বাদ দিতে পারে।

এর আগে গত বছর গ্যালাক্সি এস২২ আলট্রার প্রোডাকশন বাড়াতে গিয়ে এস২২ ফ্যান সিরিজ রিলিজই করেনি। চলতি বছরেও স্যামসাংয়ের পাইপলাইনে বেশ কয়েকটি ফোন রয়েছে। এর মধ্যে রয়েছে স্যামসাং গ্যালাক্সি ফোল্ড ৫, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ ৫। এ ছাড়া চলতি বছরে স্যামসাং গ্যালাক্সি ট্যাব ৮ এরও ফ্যান এডিশন উন্মুক্ত করার কথা রয়েছে।    

গ্যালাক্সি এস সিরিজের সব শেষ ফ্যান এডিশন ছিল স্যামসাং গ্যালাক্সি এস২১ এফই। দুটি ভ্যারিয়েন্টে ও চারটি রঙে ফোনগুলো বাজারে উন্মুক্ত হয়েছিল। অপেক্ষাকৃত কম দামি হওয়ায় বেশ জনপ্রিয়তাও পেয়েছিল।


সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা