× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিড রেঞ্জের ফোনের জন্য কোয়ালকমের নতুন প্রসেসর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ মার্চ ২০২৩ ১৫:০১ পিএম

চলতি মাসেই সেভেন প্লাস জেন টু চিপসেট যুক্ত স্মার্টফোন উন্মুক্ত হবে বলে আসা করছে কোয়ালকম। ছবি : কোয়ালকম

চলতি মাসেই সেভেন প্লাস জেন টু চিপসেট যুক্ত স্মার্টফোন উন্মুক্ত হবে বলে আসা করছে কোয়ালকম। ছবি : কোয়ালকম

মোবাইল প্রসেসর জগতের অন্যতম প্রধান কোম্পানি কোয়ালকম শুক্রবার (১৭ মার্চ) ‘স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু’ প্রসেসর উন্মুক্ত করেছে। সাধারণত মিডরেঞ্জের বাজেট স্মার্টফোনগুলোর জন্য স্ন্যাপড্রাগন সেভেন সিরিজের প্রসেসরগুলো বানিয়ে থাকে কোয়ালকম।

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই প্রসেসরটি এর পূর্বসুরি ‘সেভেন জেন ওয়ান’ এর থেকে ৫০ শতাংশ বেশি পারফর্মেন্স দেয়। এ ছাড়া পাওয়ার ইফেসিয়েন্সির দিক থেকেও নতুন প্রসেসরটি ১৩ শতাংশ সাশ্রয়ী।

ক্যামেরার ক্ষেত্রেও মিডরেঞ্জের প্রসেসরটিতেও বড় চমক দেখিয়েছে কোয়ালকম। নতুন প্রসেসরটি ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে। প্রসেসরটিতে নেটওয়ার্ক অ্যাডপটর হিসেবে যুক্ত করা হয়েছে স্ন্যাপড্রাগন এক্স৬২ মডেম-আরএফ সিস্টেম। এর ডাউনলোড স্পিড ৪.৪ জিবিপিএসের বেশি এবং ওয়াইফাই সিক্স সমর্থিত সংযোগের স্পিড ৩.৬ জিবিপিএসের থেকেও বেশি।  

নতুন এই প্রসেসরটি  শীঘ্রই রিয়েলমি ও রেডমি ব্র্যান্ডের আসন্ন কিছু ফোনে যুক্ত করা হবে। চলতি মাসেই সেভেন প্লাস জেন টু চিপসেট যুক্ত স্মার্টফোন উন্মুক্ত হবে বলে আসা করছে কোয়ালকম।

 

সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা