× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শুধু ফোন নম্বর জানলে মোবাইল হ্যাক সম্ভব!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১১:১৩ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১১:৪৭ এএম

স্যামসাংয়ের তৈরি প্রসেসরে মোট ১৮টি নিরাপত্তা ত্রুটি পেয়েছে গুগল। ছবি : সংগৃহীত

স্যামসাংয়ের তৈরি প্রসেসরে মোট ১৮টি নিরাপত্তা ত্রুটি পেয়েছে গুগল। ছবি : সংগৃহীত

বিশ্বে প্রযুক্তির যেমন প্রসার ঘটছে, তেমনই বাড়ছে সাইবার অপরাধ ও হ্যাকিং। এমন অবস্থায় নতুন বিপদের কথা জানান দিয়েছে গুগল। মোবাইলের জন্য স্যামসাংয়ের তৈরি  এক্সিনোস চিপে বড় ধরনের গুরুতর নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছে তারা।

গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, এ নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে ব্যবহারকারীর সঙ্গে কৌশলে আপস বা কোনো লিঙ্ক শেয়ার ছাড়াই ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারবে হ্যাকাররা।

বিশেষ করে স্যামসাং, ভিভো, গুগলের যেসব অ্যান্ড্রয়েড ফোনে ও যেসব ওয়ারেবল ডিভাইসে এক্সিনোস ডব্লিউ৯২০ চিপসেট ব্যবহার করা হয়েছে, সেসব ডিভাইস নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া যেসব যানবাহনে এক্সিনোস অটো টি৫১২৩ চিপসেট ব্যবহার করা হয়েছে, সেগুলোয়ও ঝুঁকি রয়েছে।

সাইবার নিরাপত্তা সংক্রান্ত গুগলের প্রজেক্ট জিরোর প্রধান টিম উইলস জানিয়েছেন, তারা এমন চারটি নিরাপত্তা ত্রুটি খুঁজে পেয়েছেন, যেগুলো কাজে লাগিয়ে ডিভাইস হ্যাক করা সম্ভব। এতে ভিকটিমের কোনো তথ্যই হ্যাকারের লাগবে না। শুধু ফোন নম্বর হলেই হবে।

এ ছাড়া আরও ১৪টি ত্রুটির বিষয়েও জানিয়েছে ‘গুগল প্রজেক্ট জিরো’। তবে সেগুলো গুরুতর কিছু নয়।

তবে গুগলের পক্ষ থেকে বাগ (প্রোগ্রামে ত্রুটি) সম্পর্কে বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয়নি। এতে এক্সিনোস প্রসেসরযুক্ত ডিভাইসগুলোর ঝুঁকি বৃদ্ধি পেত।

যদিও এ বিষয়ে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র : দ্য হ্যাকার নিউজ

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা