× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে ফিরেই ট্রাম্প বললেন, ‘আমি ফিরে এসেছি’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১২:১৮ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:৪৪ পিএম

ফেসবুকে ফিরতে না ফিরতেই ট্রাম্পের ফলোয়ার ৩ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। ছবি : ফেসবুক

ফেসবুকে ফিরতে না ফিরতেই ট্রাম্পের ফলোয়ার ৩ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। ছবি : ফেসবুক

টানা দুই বছরের নিষেধাজ্ঞার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসেই ১২ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করে তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি।’

এর আগে ফেব্রুয়ারিতেই মেটার পলিসি কমিউনিকেশনের পরিচালক অ্যান্ডি জোন্স জানিয়েছিলেন, ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্রাম্পকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার ঘটনায় ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা ট্রাম্পের অ্যাকাউন্টকে সাসপেন্ড করেছিল মেটা।

এদিকে ইউটিউবও ক্যাপিটল দাঙ্গা ইস্যুতে ট্রাম্পকে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

তবে এই প্রতিবেদনটি লেখার সময় ফেসবুক বা ইনস্টাগ্রামে ট্রাম্প নতুন কোনো পোস্ট শেয়ার করেননি।

এদিকে টুইটারেও ফিরতে ট্রাম্পের দরজা খোলাই রয়েছে। কারণ টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ট্রাম্পের নিষিদ্ধকরণকে সঠিক সিদ্ধান্ত মনে করেন না। মাস্কের এক টুইটার পোলে এরই মধ্যে অধিকাংশ মানুষ ট্রাম্পের অ্যাকাউন্টের ব্লক খুলে দেওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন।  

তবে অনলাইন নিরাপত্তা সংস্থা কমন সেন্স সেল মিডিয়ার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেমস স্টেয়ার বলেছিলেন, ‘তাকে (ট্রাম্পকে ফেসবুকে) ফিরে আসার অনুমতি দেওয়া আমাদের গণতন্ত্র ও মেটার নিজের প্রকাশ্যে ঘোষিত মানগুলোর জন্য গুরুতর অবমাননার ঘটনা হবে। নিষেধাজ্ঞা স্থায়ী করা উচিত।’

দেখাই যাচ্ছে, কেউই জেমস স্টেয়ারের অনুরোধ শোনেননি।


সূত্র : গ্যাজেটস ৩৬০ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা