× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি মাসেই আসছে ‘রেডমি নোট ১২ টার্বো’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ১৪:৫৬ পিএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১৬:১১ পিএম

রেডমি নোট ১২ টার্বো ফোনটির মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত। ছবি : শাওমি

রেডমি নোট ১২ টার্বো ফোনটির মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত। ছবি : শাওমি

চীনে উন্মুক্ত হতে যাচ্ছে মিডরেঞ্জের বাজেটধারীদের জন্য শাওমি কোম্পানির নতুন স্মার্টফোন রেডমি নোট ১২ টার্বো। কোম্পানিটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে চলতি মাসের ২৮ তারিখেই এ ফোন উন্মুক্ত করা হবে।

এরই মধ্যে শাওমির পক্ষ থেকে ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। সম্প্রতি মিডরেঞ্জের ফোনের জন্য কোয়ালকমের নতুন আনা চিপসেট স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু এসওসি ব্যবহার হবে ফোনটিতে। নোট ১২ টার্বোই হতে যাচ্ছে এ চিপসেটে বাজারে আনা প্রথম ফোন।

আসন্ন ফোনটির ডিজাইন অনেকটা রেডমি নোট ১২ প্রোর মতোই। ইউএসবি টাইপ সি চার্জিং পোর্টযুক্ত সেটটিতে ৩.৫ এমএম হেডফোন জ্যাকও যুক্ত থাকছে। ৬.৬৭ ইঞ্চি ওএলইডি ডিসপ্লের রিফ্রেশ রেট হচ্ছে ১২০ হার্জ। সে হিসেবে মিডরেঞ্জের বাজেট ফোন হিসেবে ভিডিও কোয়ালিটি সন্তোষজনক পাওয়ার কথা।

ট্রিপল ক্যামেরা সেটআপের মূল ক্যামেরাটি ৬৪ মেগাপিক্সেলের সেন্সর যুক্ত। আর বাকি দুটি লেন্সের একটি ম্যাক্রো ও অন্যটি আল্ট্রা ওয়াইড রেঞ্জের লেস হতে যাচ্ছে।

ফোনটির ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্টও পাওয়া যাবে। ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোনটিতে যুক্ত থাকবে ৫ হাজার ৫০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি।

স্ন্যাপড্রাগন সেভেন প্লাস জেন টু এসওসি নিয়ে যা বলছে কোয়ালকম

কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এ প্রসেসরটি এর পূর্বসুরি সেভেন জেন ওয়ান-এর থেকে ৫০ শতাংশ বেশি পারফরম্যান্স দেয়। এ ছাড়া পাওয়ার ইফেসিয়েন্সির দিক থেকেও নতুন প্রসেসরটি ১৩ শতাংশ সাশ্রয়ী।

ক্যামেরার ক্ষেত্রেও মিডরেঞ্জের প্রসেসরটিতে বড় চমক দেখিয়েছে কোয়ালকম। নতুন প্রসেসরটি ২০০ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সেন্সর সাপোর্ট করবে। প্রসেসরটিতে নেটওয়ার্ক অ্যাডাপ্টর হিসেবে যুক্ত করা হয়েছে স্ন্যাপড্রাগন এক্স৬২ মডেম-আরএফ। এর ডাউনলোড স্পিড ৪.৪ জিবিপিএসের বেশি এবং ওয়াইফাই সিক্স সমর্থিত সংযোগের স্পিড ৩.৬ জিবিপিএসের থেকেও বেশি। 

সূত্র : গ্যাজেটস ৩৬০

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা