× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক সিইওকে ‘চেপে ধরেছে’ যুক্তরাষ্ট্রেরে আইনপ্রণেতারা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ মার্চ ২০২৩ ২১:১৯ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ০০:৪২ এএম

টিকটক সিইও শৈ জি চিউ। ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। ছবি : সংগৃহীত

টিকটক সিইও শৈ জি চিউ। ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে টিকটক নিয়ে বিতর্ক চলছে। সেখানে ভিডিও শেয়ারিং কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শৈ জি চিউ যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) স্থানীয় সময় সকাল ১০টার দিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নিজের পরিচয় দেওয়ার মাধ্যমে সাক্ষ্য দেওয়া শুরু করেন শৈ জি চিউ। তিনি বলেন, ’আমার জন্ম সিঙ্গাপুরে। যুক্তরাষ্ট্রে আসার আগে কলেজে পড়েছি যুক্তরাজ্যে। যুক্তরাষ্ট্রে এসে আমার বর্তমান স্ত্রীর সঙ্গে পরিচয় হয়।’ 

টিকটক সম্পর্কে চিউ বলেন, ’টিকটকের মাতৃকোম্পানি বাইড্যান্সের সঙ্গে চীন সরকারের কোনো সম্পর্ক নেই। টিকটকের প্রধান কার্যালয় চীনে নয়, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে।’ 

বিবিসি জানায়, এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে টিকটক সিইও বলেন, যুক্তরাষ্ট্রে টিকটকের দৈনন্দিন ব্যবহারকারী ১৫ কোটি। এর একটা বড় অংশ অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে। এদের একটা অংশ শিক্ষার উদ্দেশ্যে টিকটক ব্যবহার করে। আমরা সবার তথ্য সংরক্ষণ ও গোপনীয়তা সংরক্ষণের জন্য ইতোমধ্যে বিশেষ ব্যবস্থা নিয়েছি। তবে অপ্রাপ্তবয়স্কদের তথ্য ও নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। 

আরেক প্রশ্নের জবাবে চিউ জানান, না, টিকটকের সিইও হওয়ার পর চীন সরকারের কোনো কর্মকর্তার সঙ্গে আমার কথা হয়নি। অন্যদিকে টিকটকের পরিচালনা পরিষদে যুক্তরাষ্ট্রের তিন ব্যক্তি রয়েছেন বলেও জানান তিনি। 

অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিশ্বের অন্য দেশের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপেও বেশ জনপ্রিয়। এটা নিয়ে সম্প্রতি সন্দিগ্ধ হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। 

তাদের অভিযোগ, টিকটক চীন সরকারের হয়ে গোয়েন্দাগিরি করে। মানুষের গোপন তথ্য চীন সরকারকে সরবরাহ করে। কিন্তু এ অভিযোগ বারবার অস্বীকার করেছে কোম্পানিটি। 

কয়েক মাসে যুক্তরাজ্যসহ বিশ্বের কয়েকটি দেশে সরকারি কর্মকর্তাদের জন্য টিকটক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কয়েকটি রাজ্যও একই পন্থা অবলম্বন করেছে। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি নিজ দেশে টিকটক বন্ধের জন্য ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান। অথবা টিকটকের যুক্তরাষ্ট্রের মালিকানা দেশটির কোনো কোম্পানির কাছে বিক্রির পরামর্শ দেন। চীন মালিকানা বিক্রির ধারণা বাতিল করে দিয়েছে। 

সূত্র : বিবিসি 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা