× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিটকয়েনে বিনিয়োগ ‘ঝুঁকিপূর্ণ’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ১৩:৫৯ পিএম

আকসাকভের মতে বিটকয়েনের দাম খুবই অস্থির, বিনিয়োগকারীদের বড় ঝুঁকি রয়েছে। ছবি : সংগৃহীত

আকসাকভের মতে বিটকয়েনের দাম খুবই অস্থির, বিনিয়োগকারীদের বড় ঝুঁকি রয়েছে। ছবি : সংগৃহীত

ক্রিপ্টোকারেন্সির মূল্য পুরোপুরি অপ্রত্যাশিতভাবে ওঠানামা করে। বিশ্বে চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে যেসব আর্থিক সেবা খাত প্রচলিত আছে, তার বিকল্প হিসেবে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে দেখার সুযোগ নেই।

এমনটাই মনে করেন রাশিয়ার পার্লামেন্ট ডুমার ফাইন্যান্সিয়াল মার্কেট কমিটির প্রধান আনাতোলি আকসাকভ।

বুধবার (২২ মার্চ) সংসদীয় সংবাদপত্রকে তিনি আরও বলেছেন, রুশ নাগরিকদের উচিত হবে ক্রিপ্টোর পরিবর্তে দেশের ডিজিটাল আর্থিক সম্পদে (ডিএফএ) বিনিয়োগ করা। এ বছর ডিএফএগুলোর মূল্য বাড়বে।

বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তিনি বলেন, সম্ভাব্য সংকটের উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারে অস্থিতিশীলতা দেখা দিয়েছে। ফলে ক্রিপ্টোর দাম এখন আবারও বেড়েছে। অবশ্যই যখন এ ধরনের পরিস্থিতি দেখা দেয়, বিনিয়োগকারীরা বিকল্প সম্পদ খোঁজেন অর্থ বিনিয়োগের জন্য। স্পষ্টতই বিটকয়েন তাদের কাছে আকর্ষণীয় মনে হতে পারে।

আকসাকভের মতে বিটকয়েনের দাম খুবই অস্থির, বিনিয়োগকারীদের বড় ঝুঁকি রয়েছে। তিনি বলেন, ক্রিপ্টোকারেন্সির বাজার এখন খুবই অপ্রত্যাশিত এবং আমার মতে বিটকয়েনের কোনো ভবিষ্যৎ নেই। অতএব আমি এতে বিনিয়োগ করার পরামর্শ দেব না। তবে রাশিয়ার ডিজিটাল সম্পদে অর্থ রাখা যেতে পারে, যা বাজারে উপস্থিত হতে শুরু করেছে।

যদিও ডিএফএ নিজেই ক্রিপ্টোকারেন্সির মতো ব্লকচেই প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু এটি ক্রিপ্টো থেকে ভিন্ন। তাদের অপারেশনগুলো কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয়। গত বছরেই মোট ২ বিলিয়ন রুবল (২ কোটি ৩৬ লাখ ডলার) মূল্যের ডিএফএ ইস্যু করেছে রাশিয়া।

চলতি বছর থেকেই ক্রিপ্টোকারেন্সির দাম বেশ চাঙা রয়েছে। বিশেষ করে ব্যাংক সংকট কাটাতে ফেডারেল রিজার্ভ ব্যাংক ২৫ বিলিয়ন ডলার বরাদ্দও করতে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ক্রিপ্টোকারেন্সির ফ্ল্যাগশিপ ব্যাংক সিলভার গেট দেউলিয়া হলেও ফিয়াট কারেন্সিতে (প্রচলিত মুদ্রা) আগ্রহ হারাচ্ছেন বিনিয়োগকারীরা। ফলে দাম বাড়ছে ক্রিপ্টোকারেন্সির।

বৃহস্পতিবারও (২৩ মার্চ) প্রধান ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম বেড়েছে ৪ শতাংশের মতো। একই রকম উত্থান দেখা যাচ্ছে কয়েন মার্কেট ক্যাপের হিসাবে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ইথারিয়ামেরও, এটি বেড়েছে ৪ শতাংশের বেশি। বর্তমানে ইনভেস্টিং ডটকমের হিসেবে বিটকয়েনের দাম রয়েছে ২৮ হাজার ডলারের বেশি, ইথারিয়ামের দাম ছাড়িয়েছে ১ হাজার ৮০০ ডলার।

এ ছাড়া তালিকায় ৪ নম্বর অবস্থানে থাকা বিএনবির দাম বর্তমানে ৩২৬ ডলার। দাম বেড়েছে একসময়ে ইলন মাস্কের ছায়ায় থাকা ডজকয়েনেরও, ৭ সেন্ট ছাড়িয়েছে এর দাম। তালিকায় বর্তমানে ডজকয়েনের অবস্থান ৯ নম্বরে। বেড়েছে সোলানার দামও, এরই মধ্যে ছাড়িয়েছে ২২ ডলার।

এ ছাড়া পুরো ক্রিপ্টোকারেন্সি জগতের মার্কেট ক্যাপ ১ লাখ কোটি ডলার অতিক্রম করেছে। আনাতোলি আকসাকভের মতো বিশেষজ্ঞদের মতামত যে প্রাধান্য পাচ্ছে না, এর দামেই বোঝা যাচ্ছে। সব মিলিয়ে ব্যাংকগুলোর পতনে আবারও ক্রিপ্টোকারেন্সিতে আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের।


সূত্র : রাশিয়া টুডে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা