× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ক্যাশ অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা বব লি ছুরিকাঘাতে নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১১:১৯ এএম

আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৫৪ এএম

‘ক্যাশ অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা বব লি। ছবি : সংগৃহীত

‘ক্যাশ অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা বব লি। ছবি : সংগৃহীত

পেমেন্ট অ্যাপ্লিকেশন ‘ক্যাশ অ্যাপ’-এর প্রতিষ্ঠাতা এবং ক্রিপ্টোকারেন্সি কোম্পানি ‘মোবাইলকয়েন’-এর প্রধান পণ্য কর্মকর্তা বব লি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় ছুরিকাঘাতে মারা গেছেন।

সান ফ্রান্সিসকো পুলিশ জানিয়েছে, প্রযুক্তি উদ্যোক্তা বব লি মঙ্গলবার (৪ এপ্রিল) ভোরে ছুরিকাঘাতের পর মারা যান।

লির বাবা রিক লি ফেসবুকে লিখেছেন, ‘আমি এই মাত্র আমার সেরা বন্ধুকে হারিয়েছি, যখন আমার ছেলে বব লি মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে সান ফ্রান্সিসকোর রাস্তায় তার জীবন হারিয়েছে।’

পুলিশ এক বিবৃতিতে বলেছে, গোয়েন্দারা হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত শুরু করেছেন।

লির মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন প্রযুক্তিজগতের নেতারা। তারা লির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

মোবাইলকয়েনের প্রধান নির্বাহী কর্মকর্তা জোশুয়া গোল্ডবার্ড লিকে ‘ডায়নামো’ এবং ‘প্রকৃতির শক্তি’ হিসেবে বর্ণনা করেছেন।

গোল্ডবার্ড টুইটারে লিখেছেন, ‘বব বিশ্বের জন্য জন্মগ্রহণ করেছিলেন। তিনি যা কল্পনা করেছিলেন, তা বাস্তবে রূপান্তরিত করেছেন।’

সান ফ্রান্সিসকোভিত্তিক এসভি অ্যাঞ্জেলের সহ-প্রতিষ্ঠাতা রন কনওয়ে বলেছেন, ‘বিশ্ব একজন মহান উদ্ভাবক, বুদ্ধিমত্তা এবং আত্মা হারিয়েছে।’

কনওয়ে টুইটারে লিখেছেন, ‘প্রার্থনা করছি সন্দেহভাজন ব্যক্তিকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়।’

টুইটারের সাবেক প্রধান নির্বাহী ও ক্যাশ অ্যাপ ডেভেলপার স্কয়ারের সহ-প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি এ হত্যাকাণ্ডকে ‘হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন।

বব লি ২০২১ সালে মোবাইলকয়েনে যোগদানের আগে স্কয়ারের প্রধান প্রযুক্তি অফিসার হিসেবে কাজ করার সময় ঐতিহ্যবাহী ব্যাংকিংয়ের বিকল্প ক্যাশঅ্যাপ প্রতিষ্ঠা করেছিলেন।

লি এর আগে গুগলের অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম তৈরির জন্যও কাজ করেছিলেন।

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা