× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এআই চিপ আনছে মাইক্রোসফট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩ ১৪:১৯ পিএম

ওপেনএআই বর্তমানে এনভিডিয়ার চিপ ব্যবহার করছে। ছবি : সংগৃহীত

ওপেনএআই বর্তমানে এনভিডিয়ার চিপ ব্যবহার করছে। ছবি : সংগৃহীত

মাইক্রোসফট কর্পোরেশন তার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা চিপ ‘এথেনা’ তৈরি করছে যা চ্যাটজিপিটির মতো চ্যাটবটগুলোর পেছনে থাকা প্রযুক্তিগুলোর শক্তির জোগান দেবে। এই চিপ তৈরি কাজ ২০১৯ সালেই শুরু করে মাইক্রোসফট। এরই মধ্যে মাইক্রোসফট ও ওপেনএআইয়ের বেশ কয়েকজন কর্মী চিপগুলো পরীক্ষানিরীক্ষা করে দেখেছে।

মাইক্রোসফটের এই চিপ প্রকল্পের সঙ্গে যুক্ত দুইজন কর্মী মঙ্গলবার (১৮ এপ্রিল) গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন। তবে দুইজনের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের দেওয়া তথ্যমতে চিপগুলো বৃহৎ-ভাষা মডেলের প্রশিক্ষণ সংক্রান্ত কাজে ব্যবহার করা হবে। বর্তমানে এ সংক্রান্ত কাজে এনভিডিয়ার চিপ ব্যবহার করছে ওপেনএআই।

সেই দুই ব্যক্তির বরাতে জানা যায়, মাইক্রোসফট আশা করছে যে নতুন চিপটি বর্তমানে অন্যান্য কোম্পানির থেকে আনা চিপের থেকেও ভালো পারফরম্যান্স প্রদর্শন করবে। একই সঙ্গে এটি ওপেনএআইয়ের জন্য সময় ও অর্থ সাশ্রয়ী হবে।

যদিও মাইক্রোসফট ও এনভিডিয়া কেউই এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

আগে থেকেই অ্যামাজন ও গুগলের মতো কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির জন্য নিজস্ব চিপ ব্যবহার করে।

গত বছরের নভেম্বরে চ্যাটজিপিটি উন্মুক্ত হওয়ার পর ব্যাপক আলোড়ন তোলে প্রযুক্তি জগতে। পরে টেকজায়ান্ট মাইক্রোসফট প্রতিষ্ঠানটিতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয়।

এরই মধ্যে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং, ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ ছাড়াও মাইক্রোসফট অফিসের মতো সফটওয়্যারেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

 

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা