গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। ছবি : সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কি মানব সম্প্রদায়ের জন্য হুমকি হতে পারে? যেসব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত প্রযুক্তি নিয়ে কাজ করছেন, তারা কি ঠিকমতো জানেন তাদের বানানো প্রযুক্তি কী করতে সক্ষম? মানবজাতি কি কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে মিলে চলতে প্রস্তুত? একসময়ের এই বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো শোনা প্রশ্নগুলো এখন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর এই প্রশ্নগুলোরই উত্তর দিয়েছেন গুগল ও অ্যালফাবেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই।
দীর্ঘদিন ধরেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিপদ নিয়ে শঙ্কার কথা জানিয়ে আসছেন
প্রযুক্তি বিশেষজ্ঞ ও কল্পবিজ্ঞান লেখকেরা, সেই চেনা সুরেই সুর মিলিয়েছেন পিচাই। পাশাপাশি
স্বীকার করেছেন নিজেদের অক্ষমতার কথাও। জানিয়েছেন ভবিষ্যৎ নিয়ে শঙ্কা।
সিবিএসের সিক্সটি মিনিটস ইন্টারভিউতে হোস্ট জেমস ম্যানিকাকে সুন্দর পিচাই
জানান, তাদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা নিজে নিজে বাংলা শিখেছে। অথচ তাকে বাংলা শেখানোর
ওপর প্রশিক্ষণই দেওয়া হয়নি, অথচ এটি সাবলীলভাবে বাংলা অনুবাদ করতে পারে। অথচ তার বাংলা
পারার কথা নয়। তিনি আরও নিশ্চিত করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমগুলো কীভাবে শিখছে
এবং আচরণ করছে তা বিশেষজ্ঞদেরও অবাক করে দিচ্ছে। তিনি বলেন, ‘এর (কৃত্রিম বুদ্ধিমত্তার)
একটি দিক আছে যা আমরা বুঝতে পারি না। এক্ষেত্রে আমরা সবাই এটিকে ব্ল্যাক বক্স বলে ডাকি।’
পিচাই আরও বলেন, ‘আপনি পুরোপুরি বুঝতে পারবেন না। এটি কেন , কী বলছে তা
আপনি ধরতে পারবেন না। বিষয়গুলো বোঝার জন্য আরও বিস্তর গবেষণা প্রয়োজন।’
সিবিএসের স্কট পেলি তখন জনসাধারণের জন্য এমন একটি সিস্টেম খোলার যুক্তি
নিয়ে প্রশ্ন তোলেন, যেখানে এর নির্মাতারাই বুঝতে পারছে না যে তারা কী তৈরি করেছে। জবাবে
পিচাই বলেন, আমি মনে করি মানুষের মন কীভাবে কাজ করে তা-ও তো আমরা পুরোপুরি বুঝি না।
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কিছু স্পষ্ট ত্রুটি আছে। যেমন, ফেক নিউজ, ডিপফেকস,
এমনকি এটিকে ওয়েপনাইজেশনেরও ঝুঁকি রয়েছে। বিষয়টিকে স্বীকার করেন সুন্দর পিচাইও। গুগলের
বানানো কৃত্রিম বুদ্ধিমত্তাতেও এ ধরনের ঝুঁকি রয়েছে। সুন্দর পিচাই বলেন, ‘এখন পর্যন্ত
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা কেউ এর সমাধান করতে পারেনি। সব কৃত্রিম বুদ্ধিমত্তা
মডেলেই এটি সমস্যা হিসেবে রয়ে গেছে।’
নিরাময়ের উপায়ও বাতলে দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা আরও সক্ষম মডেল স্থাপন
করার আগে আরও শক্তিশালী সুরক্ষা-স্তর তৈরি করা।’ পিচাই মনে করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার
লাগাম টেনে ধরতে পারমাণবিক অস্ত্র রোধ চুক্তির মতোই বিস্তৃত বৈশ্বিক নিয়ন্ত্রণ জরুরি।
একই যুক্তি দেন টুইটার ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্কও।
সূত্র : সিবিএস
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.