× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইন্টারনেট সেবা পাচ্ছে ১৩ কোটি মানুষ : আইসিটি প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৮:২২ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৯:১৯ পিএম

ইন্টারনেট সেবা পাচ্ছে ১৩ কোটি মানুষ : আইসিটি প্রতিমন্ত্রী

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমিন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার (১৩ মে) পিরোজপুরে স্মার্ট নারী উদ্যোক্তাদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি। জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ১৩ কোটি মানুষ আজ ইন্টারনেট সেবা পাচ্ছে। তারা আজ এ সেবা নিয়ে দৈনন্দিন জীবনে ব্যাপক পরিবর্তন সাধনে সক্ষম হয়েছে। পিরোজপুরে ১৪০ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ও জয় ডি-সেট সেন্টার স্থাপন করা হবে। এ লক্ষ্যে পিরোজপুর শহরতলীর পিরোজপুর-নাজিরপুর বাইপাস সড়কের ঝাটকাঠী এলাকায় স্থান নির্ধারণ করা হয়েছে। 

তিনি আরও বলেন, ‘দেশের বাইরে ১৫টিসহ সারা দেশে ৫ সহস্রাধিক শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। জাতীয় হেল্প লাইন ৩৩৩ নম্বরে এ পর্যন্ত প্রায় ১০ কোটি বার কল করে মানুষ বিভিন্ন তথ্য ও সেবা নিয়েছে।’ 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে আরও  বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী, সদর উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস, ভার্মিকম্পোস্ট ক্ষুদ্র প্রকল্পের উদ্যোক্তা রিনা রানী দত্ত প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা