× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলতি বছরেই শাওমি ও ভিভোর নতুন ফোনের গুঞ্জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ মে ২০২৩ ১৫:১৮ পিএম

দীর্ঘদিন ধরেই মিড বাজেটের ফোনে শাওমি ও ভিভো তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ধরেই মিড বাজেটের ফোনে শাওমি ও ভিভো তাদের জনপ্রিয়তা ধরে রেখেছে। ছবি : সংগৃহীত

চলতি বছরে এরই মধ্যে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ফ্ল্যাগশিপ ফোনসহ বেশ কয়েকটি ফোন বাজারে এনেছে। স্যামসাং নিয়ে এসেছে তাদের এস২৩ আল্ট্রা সিরিজের ফোন। এ ছাড়া শাওমি, ভিভো, ওয়ানপ্লাসের মতো কোম্পানিগুলো বিভিন্ন বাজেটের ফোন এরই মধ্যে নিয়ে এসেছে। সেপ্টেম্বরে আসার কথা রয়েছে আইফোন ১৫ সিরিজের ফোন, প্রযুক্তি প্রেমিরা এ বিষয়ে অবগত। তবে যারা মিড বাজেটের ফোনের অপেক্ষায় থাকেন, তাদের জন্য নতুন  কিছু ফোন বাজারে আসছে, এমন গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। এর মধ্যে শাওমি ও ভিভোর দুইটি ফোন নিয়ে বেশ আলোচনা চলছে।  

শাওমি সিভি ৩

গতবছর বাজারে আসা ‘শাওমি সিভি ২’-এর পরবর্তি সংস্করণ ‘শাওমি সিভি ৩’ সম্ভবত চীনের বাজারে উন্মেচিত হতে যাচ্ছে। এমন গুঞ্জন গেজেট প্রেমী গ্রুপগুলোতেই শোনা যাচ্ছিল। এবার শাওমির পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে কবে নাগাদ ফোনটি আসতে পারে, তা বলা হয়নি। যদিও টিপস্টাররা (অনলাইনে গ্যাজেট সম্পর্কিত তথ্য ফাঁসকারী) বলছেন চলতি বছরেই দেখা পাওয়া যাবে ফোনটির, কারণ এরই মধ্যে গিগব্যাঞ্চে এটি তালিকাভূক্ত হয়ে গেছে। বলা হচ্ছে, ফোনটিতে যুক্ত থাকবে ১২ জিবি র‍্যাম ও স্টোরেজ থাকবে ৫১২ জিবি। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেকের ‘ডাইমেনসিটি ৮২০০ এসওসি’ চিপসেট। এর ব্যাক ক্যামেরাটি হবে ডুয়েল লেন্স সেটআপের এবং এর মূল লেন্সটি হবে ৫০ মেগাপিক্সেলের। ক্যামেরায় ব্যবহৃত হয়েছে সনির সেন্সর। এর ফ্রন্ট/সেলফি ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেলের সেন্সর। এর চার্জিং পোর্ট হতে যাচ্ছে টাইপ সি এবং এতে কোনো হেডফোন জ্যাক থাকছে না।

ভিভো ভি২৯ লাইট

ভিভো ভি ২৯ সিরিজের দুইটি সংস্করণ ক্যামেরা বৈচিত্রের জন্য এরই মধ্যে গ্রাহকের কাছে বেশ ব্জনপ্রিয়তা পেছে। তারই ধারাবাহিকতায় শোনা যাচ্ছে, ভিভো ভি২৯ সিরিজের একটি স্বল্পমূল্যের সংস্করণ ‘ভিভো ভি২৯ লাইট’ আনতে যাচ্ছে। দাম অপেক্ষাকৃত কম হলেও শোনা যাচ্ছে ফোনটিতে যুক্ত থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি। এতে থাকবে ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি অ্যামোলেড ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ১২০ হার্জ। অ্যান্ড্রয়েড চালিত ফোনটিতে থাকবে ৮ জিবি র‍্যাম ও স্টোরেজ থাকবে ১২৮ জিবি। এ ছাড়া ফোনটি হবে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৬৯৫ এসওসি’ প্রসেসর চালিত। এ ছাড়া টিপস্টাররা আরও বলছেন, এর ডুয়েল ক্যামেরা সেটআপের মূল লেন্সটিতে থাকবে ৬৪ মেগাপিক্সেলের সেন্সর, দ্বিতীয়টিতে থাকবে ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। গুঞ্জন রয়েছে, ফোনটির সেলফি/ফ্রন্ট ক্যামেরায় থাকবে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। আর এর ওজন হবে মাত্র ১৭৭ গ্রাম। এতে কোনো ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকছে না। চার্জিং পোর্টটি হতে যাচ্ছে টাইপ সি এবং এতে হাইব্রিড এসডি কার্ড স্লট থাকছে, যেখানে সিমের পাশাপাশি মেমোরি কার্ডও ব্যবহার করা যাবে।

 

সূত্র : গ্যাজেটস ৩৬০   

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: protidinerbangladesh.pb@gmail.com

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: pbad2022@gmail.com

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: pbonlinead@gmail.com

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: pbcirculation@gmail.com

বিজ্ঞাপন মূল্য তালিকা