× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩ বছরে বিলিয়ন ডলারের কোম্পানি নগদ : পলক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৬:২৪ পিএম

আপডেট : ১০ জুন ২০২৩ ১৭:৪৮ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রবা ফটো

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’ মাত্র ৩ বছরের মধ্যে বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেছেন, বেক্সিমকো গ্রুপের বিলিয়ন ডলার কোম্পানি হতে সময় লেগেছিল ৪০ বছর। মোবাইল ব্যাংকিং সেবা দেওয়া বিকাশের লেগেছে ১২ বছর। আর নগদের সময় লেগেছে মাত্র ৩ বছর।

‘স্মার্ট বাংলাদেশ সামিট ও এক্সপো’ অনুষ্ঠান উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুক্রবার থেকে এটি শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজক জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘উদ্যোক্তাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন অবস্থান সৃষ্টি করেছেন, এখান (বাংলাদেশ) থেকে মেধাবী ও সাহসী উদ্যোক্তা তৈরি হচ্ছে। বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। এর একমাত্র উদাহরণ নগদ। এটি যাত্রা শুরুর মাত্র ৩ বছরের মধ্যে বিলিয়ন ডলারের কোম্পানিতে পরিণত হয়েছে। ২০২৫ সালের মধ্যে বাংলাদেশ থেকে আরও অন্তত পাঁচটি ইউনিকর্ন (বিলিয়ন ডলার স্টার্টআপ) বেরিয়ে আসবে।’

তিনি বলেন, ‘নগদের সাফল্যের পেছনে আছে কোম্পানিটির কিছু প্রযুক্তিগত উদ্ভাবন। হিসাব খোলার ক্ষেত্রে কয়েকটি ধাপ রয়েছে। এগুলোর মাধ্যমে ডাটাবেজ তথ্য সংগ্রহ করে হিসাব খোলা যায়। তাছাড়া কোম্পানিটির হিসাব খোলার ক্ষেত্রে ই-কেওয়াইসির প্রচলন দেশের আর্থিক সেবা খাতে বড় অগ্রগতি নিয়ে এসেছে। এখন প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান এটি অনুসরণ করছে। অপারেশনাল খরচ কমিয়েছে।’

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘হিসাব খুলতে এখন আর কাগজের ব্যবহার হয় না। অ্যাপ দিয়েই ব্যাংক থেকে শুরু করে যেকোনো আর্থিক প্রতিষ্ঠানের হিসাব খোলা যাচ্ছে, যা ক্যাশলেস বাংলাদেশ করার ক্ষেত্রে বড় একটা পদক্ষেপ।’

তিনি বলেন, ‘যাত্রা শুরুর ৪ বছরের মধ্যে সাড়ে ৭ কোটি গ্রাহকের পরিবার এখন নগদ। এসব হয়েছে প্রযুক্তির ব্যবহারের উৎকর্ষতার কারণে। এখন কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয় এক হাজার ২০০ কোটি টাকার বেশি। যেকোনো মোবাইল ফোন থেকে *১৬৭# ডায়াল করে সহজে আর্থিক হিসাব খোলার যে উদ্ভাবন তারা দেখিয়েছে, এজন্যে ২০২০ সালে ‘উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে নগদ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা