× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার ম্যাকওএসে খেলা যাবে উইন্ডোজ গেম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৩ ১৫:৫১ পিএম

আপডেট : ১১ জুন ২০২৩ ১৫:৫২ পিএম

উইন্ডোজ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় গেমগুলোর একটি কল অব ডিউটি : মডার্ন ওয়্যারফেয়ার থ্রি । ছবি : সংগৃহীত

উইন্ডোজ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া জনপ্রিয় গেমগুলোর একটি কল অব ডিউটি : মডার্ন ওয়্যারফেয়ার থ্রি । ছবি : সংগৃহীত

বিশ্বে অ্যাপলের ম্যাক অপারেটিং সিস্টেম ব্যবহারকারীর থেকে মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। গেম নির্মাতা প্রতিষ্ঠানগুলোও এ বিষয়টি মাথায় রেখে গেম তৈরি করে। ফলে অনেক জনপ্রিয় গেমই উইন্ডোজে উন্মুক্ত হলেও তা ম্যাকে পেতে দেরী হয়, অধিকাংশ সময় পাওয়াও যায় না। কারণ উইন্ডোজ গেমকে ম্যাক উপযোগী করে রূপান্তর একটি দীর্ঘ প্রক্রিয়া।  

এবার অ্যাপল চলতি বছরের বার্ষিক ডেভেলপারস কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) এ সমস্যা সমাধানে গেম পোর্টিং টুল কিট আনার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে উইন্ডোজের গেমগুলোকে খুব সহজেই ম্যাকের উপযোগী করে রূপান্তর করা যাবে। ফলে ডেভেলপার প্রতিষ্ঠানগুলোর কয়েকমাসের পরিশ্রম থেকে বেচে যাবে। আগ্রহ বাড়বে অ্যাপলের প্ল্যাটফর্মে গেম রিলিজ করার। কোম্পানিটি আশা করছে, এই টুলের মাধ্যমে গেম ইন্ড্রাস্টিতে ম্যাকের অবস্থানে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

ডব্লিউডব্লিউডিসি সেশনে অ্যাপলের জিপিউ এবং গ্রাফিক্স প্রকৌশল বিভাগের প্রজেক্ট ম্যানেজার ঐশ্বরিয়া শ্রীনিবাসন গেম পোর্টিং টুল নিয়ে বলেছেন, ‘আপনার উইন্ডোজ গেমটিকে ম্যাকে পোর্ট (ম্যাকের উপযোগী করে রুপান্তর) করা এখন আগের চেয়ে দ্রুততর হবে।’  

ম্যাকবুকের জনপ্রিয়তার কথা বিবেচনা করে নতুন টুলকিট এরই মধ্যে গেম ডেভেলপারদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে।

এ ছাড়া এবারের অপারেটিং সিস্টেম ম্যাকওএস ১৭-তে প্রথমবারের মতো গেমিংয়ে জোর দিয়েছে অ্যাপল। তারা গেমিং মুড নামের একটি অপশন যুক্ত করেছে, যেখানে থাকবে কন্ট্রোলার ল্যাটেন্সি ফিচার। ফলে একজন গেমার আরও স্বচ্ছন্দে কম ল্যাটেন্সিতে কারেন্ট টাইমে গেমিং অভিজ্ঞতা লাভ করতে পারবে।

 

সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা