× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে আসা বস্তুটি ভারতের রকেটের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩ ১৬:৪৫ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৩ ১৭:১২ পিএম

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাই কেবল মিডিয়াম-লিফ্ট লঞ্চ ভেহিকেল পরিচালনা করে থাকে। ছবি : সংগৃহীত

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাই কেবল মিডিয়াম-লিফ্ট লঞ্চ ভেহিকেল পরিচালনা করে থাকে। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার সমুদ্রসৈকতে ভেসে আসা রহস্যময় বস্তুটি আসলে কিসের অংশ? হলিউড বা বিভিন্ন অ্যানিমেশন ছবিতে যেমন দেখানো হয় এলিয়েনদের ব্যবহার করা বস্তু বাইরের জগৎ থেকে পৃথিবীতে এসে পড়ে, এটা কি আদতে তেমনই কিছু? না, এটি তেমন কিছু নয়। বরং তা মহাকাশে ভারতের উৎক্ষেপণ করা রকেটের ধ্বংসাবশেষ বলে জানা গেছে। 

বার্নাকেল-এনক্রস্টেড বস্তুটি দেখতে ছোট আকারের গাড়ির সমান। জুলাই মাসের মাঝামাঝি সময় পশ্চিম অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে গ্রিন হেড শহরে বস্তুটির সন্ধান পাওয়া যায়।

বস্তুটি দেখার পর স্থানীয়রা কৌতূহলী হয়ে এলাকাটি ঘিরে ফেলে। পুলিশ আসার আগেই তারা জড়ো হয়ে বস্তুটির ছবি তুলতে শুরু করে। 

অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি জানায়, তারা শেষ পর্যন্ত একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাদের মতে, বস্তুটি সম্ভবত একটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলের (পিএসএলভি) তৃতীয় পর্যায়ের ধ্বংসাবশেষ। আর ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাই কেবল মিডিয়াম-লিফ্ট লঞ্চ ভেহিকেল পরিচালনা করে থাকে। 

বস্তুটি উচ্চতায় প্রায় ৬ দশমিক ৬ ফুট। চারদিকে ঝুলে আছে অনেক তার। বস্তুটিকে বিশেষভাবে সংরক্ষণ করা হয়েছে। 

অস্ট্রেলিয়া ও ভারতের কর্মকর্তারা জাতিসংঘের মহাকাশ চুক্তির অধীনে বস্তুটি নিয়ে একসঙ্গে কাজ করছেন। 

অস্ট্রেলিয়ায় এর আগেও মহাকাশে ‍উৎক্ষেপণ করা বিভিন্ন বস্তুর ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গত আগস্টেও নিউ সাউথ ওয়েলসের একজন ভেড়াচাষি ইলন মাস্কের স্পেসএক্স মিশনের একটি পোড়া খণ্ড খুঁজে পেয়েছিলেন।

সূত্র : আল-জাজিরা



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা