× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে অ্যাডোবির পরিবেশক রেডিংটন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৩:২৮ পিএম

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩ ১৪:০১ পিএম

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে অ্যাডোবির পরিবেশক রেডিংটন।

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে অ্যাডোবির পরিবেশক রেডিংটন।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানের সঙ্গে সৃজনশীল, বিপণন ও ডকুমেন্ট ম্যানেজমেন্টের প্রভাবশালী সফটওয়্যার অ্যাডোবির স্থানীয় পরিবেশক ও বাজার উন্নয়ন অংশীদার নিযুক্ত হয়েছে প্রযুক্তি পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান রেডিংটন। 

বাংলাদেশের পেশাজীবীদের সৃজনশীলতার উন্মেষ ঘটিয়ে ডিজিটাল ক্ষমতায়নে সম্প্রতি এই ঘোষণা দেওয়া হয়। 

চুক্তির মাধ্যমে অ্যাডোবির সব ক্রিয়েটিভ ও ডিজিটাল ওয়ার্কফ্লো সফটওয়্যার সল্যুশন বাংলাদেশের প্রতিটি প্রান্তেই সহজে পাওয়া যাবে।   

রেডিংটন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মুখপাত্র ও মার্কেটিং এক্সিকিউটিভ মৌসুমি আক্তার বাধন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানিয়েছেন, অ্যাডোবির ডিজিটাল মিডিয়া বিভাগের চ্যানেল লিডার এবং রেডিংটনের ডেপুটি জেনারেল ম্যানেজার পঙ্কজ লাম্বা চুক্তিতে সই করেন। 

চুক্তি বিষয়ে রেডিংটন এর প্রধান নির্বাহী কর্মকর্তা রামেশ নাটারাজান বলেছেন, এই চুক্তি মাধ্যমে উন্নয়নশীল ও উন্নত দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত বৈষম্য দূর করে সেতুবন্ধন তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভাবনী ও অনন্য প্রযুক্তি সরবরাহ নিয়ে এই অংশীদারত্ব মূলত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সৃজনশীল ব্যক্তিদের ক্ষমতায়নকে ত্বরান্বিত করবে।

অপরদিকে অ্যাডোবির সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব ডিজিটাল মিডিয়া বিজনেস (ইন্ডিয়া/দক্ষিণ এশিয়া) গিরিশ বালাচন্দ্র বলেছেন, ‘দক্ষিণ এশিয়ায় অ্যাডোবি’র প্রসারে রেডিংটনের সঙ্গে চুক্তিবদ্ধ কতে পেরে আমরা দারুণ উৎফুল্ল। আমাদের বিশ্বাস, এই অংশীদারত্ব এ অঞ্চলের সৃষ্টিশীলতা, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। ডিজিটাল অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে  ডিজিটাল উন্নয়নে নতুন দিনের সূচনা করবে।  

রেডিংটনের বিস্তৃত ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, অ্যাডোবির সেরা ডিজিটাল ওয়ার্কফ্লো সফটওয়ার ও স্থানীয়দের নতুন দৃষ্টিভঙ্গির এ সমন্বয় বাংলাদেশের সৃজনশীল পেশাদারদের সৃষ্টিশীলতায় অনুপ্রাণিত করতে, ডিজিটাল রূপান্তর ঘটাতে ও একটি উজ্জ্বল আগামী তৈরিতে এই চুক্তিটি গেম চেঞ্জার হতে যাচ্ছে বলে মনে করছে রেডিংটন কর্তৃপক্ষ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা