× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে রাবি পাঠক ফোরাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৩ ১৪:০৯ পিএম

আপডেট : ১২ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে রাবি পাঠক ফোরাম

দক্ষ মানবসম্পদ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে ১৯৮৯ সালের ৪ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরামের যাত্রা শুরু হয়। ৩৪ বছর ধরে প্রবহমান নদীর মতো চলছে এই সংগঠন।

সম্প্রতি ২৪ ফেব্রুয়ারি ৩১তম কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংগঠনটি এক হাজার শিক্ষার্থী নিয়ে নবীনবরণ, ৪০তম বিসিএসে কৃতকার্য ফোরামিস্টদের সংবর্ধনা ও বিসিএস পরীক্ষা পদ্ধতি ও প্রস্তুতি শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর মো. হামিদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন, পাঠক ফোরামের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর  মো. রফিকুল ইসলাম, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা, বিআইডাব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আরিফ হাসনাত,  মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. এনামুল হক; ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পরিচালক প্রফেসর ড. মো. নাজিমুল হক ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাজশাহী নিউ গভঃ  কলেজের  প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষকমণ্ডলীসহ ৪০তম বিসিএসে  কৃতকার্য ফোরামিস্টরা। অনুষ্ঠানে বিসিএসে কৃতকার্য ফোরামিস্টদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর মো. হামিদুল হক। প্রফেসর মো. হামিদুল হক অনুষ্ঠানে বিসিএস পরীক্ষা পদ্ধতি ও কিভাবে প্রস্তুতি নিলে সফল হওয়া যাবে সে সকল বিষয় উপস্থাপন করেন এবং বিসিএস নিয়ে ছাত্রদের সকল প্রশ্নের উত্তর দেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা