× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহে হাঁটা কর্মসূচি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মার্চ ২০২৩ ০১:১৩ এএম

আপডেট : ২২ মার্চ ২০২৩ ১১:২০ এএম

মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহে হাঁটা কর্মসূচি

স্বাধীনতা দিবস সামনে রেখে ব্যতিক্রমী এক আয়োজন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ সংগঠন। এ আয়োজনে থাকছে চট্টগ্রামের মিরসরাই-সীতাকুণ্ড সীমান্ত থেকে মিরসরাইয়ের শুভপুর ব্রিজ পর্যন্ত বিশেষ হাঁটা কর্মসূচি।

সেখানে একক ‘ওয়াক-অ্যা-থন’-এ অংশগ্রহণ করবেন মিরসরাইয়ের কৃতী সন্তান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ছেলে তরুণ রাজনীতিবিদ মাহবুব রহমান রুহেল। এ উদ্যোগে প্রায় ৭ ঘণ্টায় ৩৪ কিলোমিটার পথ হাঁটবেন তিনি।

২২ মার্চ ভোর ৫টায় এ হাঁটা কর্মসূচি শুরু করে দুপুর ১২টা নাগাদ শেষ হবে বলে জানা গেছে।

মূলত বীর মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানান মাহবুব রহমান রুহেল। তিনি বলেন, ‘এ কর্মসূচিতে অন্যরাও অংশগ্রহণ করতে পারবেন। প্রতি কিলোমিটারে নির্দিষ্ট পরিমাণ অনুদান দিয়ে যে-কেউ এতে অংশগ্রহণ করতে পারেন। এখান থেকে সংগৃহীত তহবিল মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করা হবে।’

উল্লেখ্য, মিরসরাইয়ে অন্যান্য উপজেলার চেয়ে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা রয়েছে। শুভপুর ব্রিজ থেকে প্রথম প্রতিরোধ শুরু হয়, যেখানে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ব্রিজটি ধ্বংস করে পাকিস্তানি সামরিক বাহিনীকে স্তব্ধ করে দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের ইতিহাসে এই গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করার অপারেশনটি চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ জনপদকে পাক হানাদার বাহিনীর হাত থেকে রক্ষায় ভূমিকা রেখেছিল। বেঁচে গিয়েছিল লাখ লাখ সাধারণ মানুষ।

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মিরসরাইয়ের এ গৌরবান্বিত অধ্যায় স্মরণীয় করে রাখা এবং সে সময়কার মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে এ দীর্ঘ পদযাত্রার আয়োজন।

মাহবুব রহমান রুহেল বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির সূর্যসন্তান। তাদের মহান আত্মত্যাগে আমরা একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে বাস করার সুযোগ পেয়েছি। এ অপরিসীম আত্মত্যাগের বিনিময় আমরা দিতে পারব না। তবে তাদের অবদান স্মরণ করা এবং যথাযথ মর্যাদা দেওয়া আমাদের দায়িত্ব। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে হবে আমাদের। আসুন আমরা পরিবর্তনের আওয়াজ তুলি, মুক্তিযোদ্ধাদের কল্যাণে পাওয়া এ দেশকে এগিয়ে নিয়ে যাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা