× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যুর ফর সোশ্যাল গুডস সিজন-০২

তুরস্ক দূতাবাস ও ব্লাডম্যানের যৌথ উদ্যোগে আয়োজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২ ২৩:৩২ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২ ২৩:২৫ পিএম

ঢাকায় তুরস্ক দূতাবাসে ‘ট্যুর ফর সোস্যাল গুডস’ সিজন-০২-এর উদ্বোধন করা হয়

ঢাকায় তুরস্ক দূতাবাসে ‘ট্যুর ফর সোস্যাল গুডস’ সিজন-০২-এর উদ্বোধন করা হয়

বাংলাদেশের দুর্গম এলাকার মানুষদের হেলথ ক্যাম্প এবং টেলিমেডিসিনের মাধ্যমে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যসেবা দিতে তুরস্ক দূতাবাস এবং দেশের তরুণদের সামাজিক সংগঠন ‘ব্লাডম্যান’ যৌথভাবে আয়োজন করেছে ‘ট্যুর ফর সোশ্যাল গুডস’ সিজন-০২। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় তুর্কি দূতাবাসে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের বান্দরবান, সাজেকের মতো ১২টি দুর্গম এলাকার মানুষদের টেলিমেডিসিন সেবার আওয়তায় নিয়ে আসার পাশাপাশি হেলথ ক্যাম্প, বৃক্ষরোপণ, আবর্জনা পরিষ্কার ও জরুরি খাদ্য সহায়তা দেওয়া হবে। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, আমাদের তরুণদের সমর্থন জানাই এবং আমি সুনামগঞ্জে প্রথম ক্যাম্প আয়োজনের জন্য ব্লাডম্যানকে আমন্ত্রণ জানাতে চাই। তুরস্ক বাংলাদেশের পুরোনো বন্ধু। তাদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চাই।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ‘তুরস্ক সরকার বাংলাদেশের বন্ধু এবং আমরা সামাজিক উদ্যোগে সমর্থন করতে পেরে খুশি, যা একটি অর্থবহ উদ্যোগ। আমরা আনন্দের সঙ্গে ব্লাডম্যানের মতো তরুণ উদ্যোক্তাদের সমর্থন করতে চাই।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্ৰুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, ম্যাক্স গ্রুপ কোভিড ১৯ চলাকালীন সময়ে ১০ হাজারের অধিক লোককে খাদ্য ও চিকিৎসা সেবা দিয়ে সহায়তা করেছে। আমরা ১২টি জায়গায় ব্লাডম্যান এবং এর সামাজিক উদ্যোগের জন্য সহায়তা দেব। ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মো. শাহরিয়ার হাসান জিসান বলেন, ‘ট্যুর ফর সোশ্যাল গুডসের প্রথম সিজনে আমরা ৪০০০ জনেরও বেশি লোককে স্বাস্থ্য পরামর্শ, জরুরি খাবার এবং বিনামূল্যে ওষুধ দিয়ে সহায়তা করেছি। তুরস্ক সরকার, পরিকল্পনামন্ত্রী, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এবং দারাজকে আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। যা তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।’

প্রবা/জিকে/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা