ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় পত্রিকার হকারদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে অদম্য বাংলাদেশ। প্রবা ফটো
ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ায় পত্রিকার হকারদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করেছে প্রতিদিনের বাংলাদেশের পাঠক সংগঠন অদম্য বাংলাদেশ। বুধবার (১৯ এপ্রিল) বিকালে শহরের বড়গোলায় প্রতিদিনের বাংলাদেশ বগুড়া ব্যুরো অফিসে ৮১ জনের হাতে ঈদসামগ্রী তুলে দেওয়া হয়।
পরে হকারদের সঙ্গে অদম্য বাংলাদেশের মতবিনিময় অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন অদম্য বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সভাপতি বায়েজিদ শেখ, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক অসীম কুমার কৌশিক, নির্বাহী সদস্য আকতারুজ্জামান সোহাগ। অনুষ্ঠানে প্রতিদিনের বাংলাদেশের বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ, স্টাফ রিপোর্টার অরূপ রতন শীলসহ বগুড়া জেলার তিনটি হকার্স ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
ঈদসামগ্রী পেয়ে প্রতিদিনের বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজু শেখ। তিনি বলেন, ‘ঈদের আগে আমাদের মনে করে ঈদ উপহার দেওয়ায় প্রতিদিনের বাংলাদেশের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আমরা হকাররা প্রতিদিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করব।’
জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সাইদ বলেন, ‘প্রতিদিনের বাংলাদেশ আজ হকারদের প্রতি যে ভালোবাসা দেখাল, তাতে আমরা অনেক খুশি। এই পত্রিকার সফলতা কামনা করি।’
বগুড়া সংবাদপত্র হকার্স শ্রমিক লীগের সভাপতি কালু চন্দ্র দাস বলেন, ‘প্রতিদিনের বাংলাদেশ আমাদের পাশে দাঁড়িয়েছে। আমরাও এই পত্রিকাকে এগিয়ে নিতে কাজ করব।’
অদম্য বাংলাদেশ বগুড়া জেলা কমিটির সভাপতি বায়েজিদ শেখ বলেন, ‘আমাদের হকার ভাইয়েরা রোদ বৃষ্টি উপেক্ষা করে সংবাদপত্র বিক্রি করেন। আজ তাদের জন্য আমাদের পক্ষ থেকে স্বল্প আকারের ঈদ উপহার দেওয়া হলো। তবে এটি স্বল্প হলেও মনের দিক থেকে অনেক বড়। আশা করি, সব সময় আমরা তাদের পাশে থাকব এবং তারাও আমাদের পাশে থাকবেন।’
সম্পাদক : মুস্তাফিজ শফি
প্রকাশক : কাউসার আহমেদ অপু
রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯
যোগাযোগ
প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]
বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯, +৮৮০১৮১৫৫৫২৯৯৭ । ই-মেইল: [email protected]
সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]
2023 Protidiner Bangladesh All Rights Reserved. Developed By Protidiner Bangladesh Team.